গুরুত্বপূর্ণদেশহেডলাইন
INS জলশ্বা মালদ্বীপ থেকে রওনা হলো ভারতীয়দের নিয়ে
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:* বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ভারতীয় নৌ বাহিনী সমুদ্র সেতু অভিযান শুরু করেছে।
এর অঙ্গ হিসেবে দ্বিতীয় পর্যায়ে ভারতীয় নৌ
বাহিনীর যুদ্ধ জাহাজ অইএনএস জলশ্বা মালদ্বীপের মালে বন্দর থেকে ৬ জন গর্ভবতী মহিলা ও ২১জন শিশু সহ ৫৮৮ জন ভারতীয়কে নিয়ে আজ সকালে কোচির
উদ্দেশ্য রওনা হয়েছে।
জাহাজ রওনা হওয়ার সময় মালে বন্দরে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হচ্ছিল।তবে এর মধ্যেও যাত্রীদের জাহাজে তোলার আগে স্বাস্থ্য
পরীক্ষা ও চিকিৎসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলা হয়।