করোনা থাবা “সারেগামাপা” অন্দরে, আক্রান্ত ৪ বিচারক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার করোনা আক্রান্ত হলেন সারেগামাপা’র ৪ বিচারক। করোনা আক্রান্ত হলেন আকৃতি কক্কর, মিকা সিং, শ্রীকান্ত আচার্য এবং মনোময় ভট্টাচার্য। সারেগামাপা’র বিচারক শ্রীকান্ত আচার্য ও মনোময় ভট্টাচার্য প্রথমে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। এরপর বুধবার খবর আসে অপর দুই বিচারক মিকা সিং ও আকৃতি কক্করও সংক্রমিত হয়েছেন। এখন তাঁরাও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে সঞ্চালক আবির চট্টোপাধ্যায় এবং অপর বিচারক জয় সরকার, রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু এরা প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন।
[আরও পড়ুন- মহাষষ্ঠীর সকালে এসে বাংলা ও বাঙালির মন জিতলেন প্রধানমন্ত্রী!]
কয়েকদিন আগেই শুরু হয়েছে বাংলার একটি জনপ্রিয় চ্যানেলে “সারেগামাপা”। কিন্তু এই রিয়েলিটি শোয়ের অন্দরে করোনা থাবা বসানোর পর শো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেই চিন্তায় সকলে।