
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা আবহে ডিসেম্বরের শুরুতেই প্রাক প্রথম থেকে অষ্টম শ্রেণীর ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে।শুক্রবার স্কুলশিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়। নির্দেশিকা অনুযায়ী, ২ থেকে ৯ ডিসেম্বর ভরতির ফর্ম দেওয়া হবে। ১১ থেকে ১৬ তারিখের মধ্যে হবে লটারি। ওই মাসের ১৮ থেকে ২৩ তারিখের মধ্যে ভরতি প্রক্রিয়া শেষ করতে হবে। এ ক্ষেত্রে পড়ুয়া বা অভিভাবকদের ইন্টারভিউ নিতে পারবে না কোনও স্কুল।
স্কুল শিক্ষা দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভরতি হবে পুরোপুরি লটারির মাধ্যমে। উল্লেখ্য, করোনা আবহে স্কুল দীর্ঘ আট মাস বন্ধ থাকায় অভিভাবকরা ভরতি নিয়ে প্রবল দুশ্চিন্তায় ছিলেন। এ বিষয়ে সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি-সহ বিভিন্ন শিক্ষক সংগঠন দ্রুত ভরতির নির্দেশিকা প্রকাশের দাবি জানিয়েছিল। রাজ্য শিক্ষা দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সব ধরনের শিক্ষক সমিতি। করোনা সতর্কতায় চলতি বছরের মার্চ মাস থেকেই বন্ধ করে দেয়া হয়েছিল স্কুল গুলি। উচ্চমাধ্যমিকের পরীক্ষা ও মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হয় রাজ্য সরকার। তবে আগামী বছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিক নিয়েও যথেষ্ট অনিশ্চয়তা দেখা দিয়েছিল তাও সিলেবাস কমিয়ে সামাল দেয় রাজ্য শিক্ষা দপ্তর।
প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক দুটি উদ্বেগেরই নিরসন করল রাজ্য সরকার। আগামী বছর এ রাজ্যে মার্চ-এপ্রিল নাগাদ বিধানসভা নির্বাচন হতে পারে। তাই ভোট পর্ব মিটে গেলে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে এমনটাই সূত্রের খবর।