বিপাকে কঙ্গনা, কৃষকদের নিয়ে অপমানজনক মন্তব্য ! অভিনেত্রীর বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ আদালতের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কৃষকদের নিয়ে মন্তব্য করায় বিপাকে পড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কর্ণাটকের একটি আদালত অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে।
লোকসভার পর রাজ্যসভাতেও পাস হয়েছে কৃষি বিল। ইতিমধ্যেই এই বিল আইনে পরিণত হয়েছে। তবে বিল পাশ হওয়ার পর থেকে দেশের বিভিন্ন অংশে কৃষকরা বিক্ষোভে শামিল হন। এই কৃষি বিল নিয়ে মুখ খোলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কৃষি বিলের প্রতিবাদে পঞ্জাবে বিক্ষোভ দেখানো কৃষক আন্দোলনের সঙ্গে সন্ত্রাসবাদের তুলনা করেছেন ‘মণিকর্ণিকা’ অভিনেত্রী।
তিনি হিন্দিতে পাল্টা লেখেন, ‘প্রধানমন্ত্রীজি কেউ ঘুমিয়ে থাকলে জাগানো যায়। কারোর বুঝতে সমস্যা হলে বোঝানোর চেষ্টা করা যায়। কিন্তু, ঘুমানোর অভিনয় বা অবুঝ হওয়ার অভিনয় করলে, তাদের কীভাবে বোঝাবেন? এরা ওই সন্ত্রাসী, যারা CAA-র কারণে একজনের নাগরিকত্ব না যাওয়া সত্ত্বেও ওই ইস্যুতে রক্তের নদী সৃষ্টি করেছিল।’
অভিনেত্রীর এই টুইটের পরেই ঝামেলা শুরু হয়। যদিও পরিস্থিতি বেগতিক দেখে সেই টুইট ডিলিট করে দেন তিনি।