বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূর সঙ্গে সহবাস , গ্রেফতার যুবক

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান:
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ ।ধৃতের নাম মানিক মাঝি। পূর্ব বর্ধমানের জামালপুর থানার কাঁশরা গ্রামে তার বাড়ি। জামালপুর থানার পুলিশ রবিবার রাতে শুঁড়েকালনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিল সোমবার ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে । তদন্তের প্রয়োজনে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার । ভারপ্রাপ্ত সিজেএম রঞ্জনী কাশ্যপ ধৃতকে ৩ দিন পুলিশী হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন । ধৃতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অভিযোগকারী গৃহবধূ ।
পুলিশ জানিয়েছে, গৃহবধূর বাড়ি জামালপুর থানার ভবানীপুর গ্রামে । মানিক মাঝি বছর তিনেক আগে থেকে গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পের্ক জড়িয়ে পড়ে । অভিযোগ গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানিক দিনের পর দিন সহবাস করতো । পরে সে ওই গৃহবধূকে বিয়ে করতে অস্বীকার করে । এই বিষয়টি নিয়ে গৃহবধূ বর্ধমান সিজেএম আদালতে মামলা করেন। তার ভিত্তিতে আদালত কেস রুজু করে জামালপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেয়।