মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে কমল ইপিএফ-এ সুদের হার

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে সুদের হার কমল ইপিএফ-এ। গত ৪০ বছরের মধ্যে সব চেয়ে কম হল সুদের হার। ইপিএফও-এর সেন্ট্রাল বোর্ড এর মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। এই অর্থবর্ষে ইপিএফ-এর সুদ দাঁড়াল ৮.১ শতাংশ। গত অর্থবর্ষে ইপিএফ-এর সুদ নির্ধারিত হয়েছিল ৮.৫ শতাংশ। সেটা ছিল ২০২০-২১ অর্থবর্ষ।
কোভিডের সময় এমনিতেই মানুষের বেতনে কোপ পড়েছে। তার ওপরে ইপিএফ-এ সুদ কমায় কপালে ভাঁজ পড়েছে। এর জন্য বিরোধীরা মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছে।
উল্লেখ্য, আসলে কোভিড-কারণে সঙ্কটে পড়েছিল অর্থনীতি। অন্তত তেমনই পর্যবেক্ষণ ছিল সংশ্লিষ্ট মহলের। সেই কারণেই এই সুদ-সংকোচন। গত কয়েক বছর ধরেই দেশের অর্থ মন্ত্রক ইপিএফ-এর তুলনামূলক ভাবে ‘হাই ইন্টারেস্ট রেট’-এর যথার্থ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছিল। তাদের পরামর্শ ছিল এই সুদের হার ৮-এর ঘরে টেনে আনা হোক। যা অন্য অন্য আর্থিক ক্ষেত্রের দেয় সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
শনিবার গুয়াহাটিতে বৈঠকে এই সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। ৮ দশকে এই সুদের হার সবচেয়ে কম বলে জানা গিয়েছে। গতবছর ২০২০-২১ অর্থবর্ষে ভবিষ্যৎ নিধি তহবিলে সুদের হার ৮.৫ শতাংশ করার সুপারিশ করে ই পি এফ ও। কর্মচারী এবং কর্মদাতা, উভয় পক্ষের প্রতিনিধিরা ছিলেন এই বৈঠকে। সুপারিশ করার পর সেই সিদ্ধান্ত অনুমোদন দেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।