fbpx
ক্রিকেটখেলাহেডলাইন

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে IPL 2020, এবার টুর্নামেন্ট আমিরশাহীতে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এই বছরই ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। সূত্রের খবর, এমনটাই নিশ্চিত করেছেন বিসিসিআই-এই সিনিয়র অফিশিয়াল। ভেন্যু হিসেবে প্রত্যাশিতভাবেই বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীকে।

টুর্নামেন্ট ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ফাইনাল ৮ নভেম্বর। বৃহস্পতিবার এমনটাই নিশ্চিত করেছে বিসিসিআই। আগামী সপ্তাহে আইপিএল-এর গভর্নিং কাউন্সিল সূচি নিয়ে আলোচনায় বসতে চলেছে। তার পরই ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিস্তারিত পাঠিয়ে দেওয়া হবে। বিসিসিআই-এর এক সিনিয়র অফিশিয়াল বলেন, ‘‘আইপিএল ১৯ সেপ্টেম্বর (শনিবার) থেকে শুরু হতে পারে এবং ফাইনাল হবে ৮ ‌নভেম্বর (রবিবার)। ৫১ দিনের এই উইন্ডোই সবার জন্য সুবিধের।”

অক্টোবর-নভেম্বরে এই বছর হওয়ার কথা ছিল টি২০ বিশ্বকাপ। বিসিসিআই প্রথম থেকেই এই সময়টিইকেই আইপিএল-এর পরবর্তী সময় হিসেবে চেয়েছিল। কিন্তু আইসিসি বিশ্বকাপ স্থগিত করার আগে একটু সময় নিচ্ছি‌ল পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য। গত সপ্তাহেই আইসিসি জানিয়ে দিয়েছে, এই বছর টি২০ বিশ্বকাপ হচ্ছে না। আর তার পরই সেই সময়টিকে কাজে লাগাতে মাঠে নেমে পড়ে বিসিসিআই।

Related Articles

Back to top button
Close