
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের কাছে প্রথম ম্যাচ হারের পর কেকেআর যে নিজেদের যথেষ্ট তৈরি করেছে। তার প্রমাণ মিলল সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে। ৭ উইকেটে ডেভিড ওয়ার্নার বাহিনীকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স চলে এল লিগ টেবিলের পঞ্চম স্থানে।
টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল হায়দরাবাদ। কিন্তু কেকেআর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের জন্য মারার সুযোগ পাননি ওয়ার্নার–বেয়ারস্টো। হিটম্যানের সামনে বেসামাল হলেও নিজেকে সামলে নিলেন প্যাট কামিন্স। তাঁর বোলিং বিশ্লেষণ ৪–০–১৯–১। তুলে নিলেন বেয়ারস্টোকে। অসাধারণ বোলিং করে গেলেন আইপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বরুণ চক্রবর্তী। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে তুলে নিলেন ওয়ার্নারের (৩৬) সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট। সর্বাধিক ৫১ করলেন মণীশ পাণ্ডে। বাংলার ঋদ্ধিমান সাহা করে যান ৩০। কিন্তু রানের গতি কেউই বাড়াতে পারেননি। ২০ ওভারে শেষে হায়দরাবাদ থেমে যায় ১৪২/৪ রানে।
এই রান তাড়া করতে নেমে একসময় ৫৩/৩ হয়ে গিয়েছিল। সেখান থেকেই কোনও উইকেট না হারিয়ে ম্যাচ বের করে নিলেন শুভমান গিল (৬২ বলে ৭০) এবং ইয়ন মর্গ্যান (২৯ বলে ৪২)।