fbpx
ক্রিকেটখেলাহেডলাইন

দর্শকশূন্য মাঠেই এবছরেই হয়তো আইপিএল,আশাবাদি সৌরভের বড় ঘোষণা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আইপিএল বাতিল নয়। কীভাবে আয়োজন করা সম্ভব হবে, সেই বিষয়ে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভব হলে দর্শকশূন্য ‘ক্লোজড-ডোর’ স্টেডিয়ামেও আয়োজনে আপত্তি নেই। এমনটাই জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর কাছে পাঠানো চিঠিতে সৌরভ লিখেছেন, “এ বছরই আইপিএল আয়োজন করার আমরা সব রকম চেষ্টা করছি। দর্শকশূন্য মাঠেও যদি খেলা আয়োজন করতে হয়, সেটাই করা হবে। ক্রিকেটপ্রেমী, ফ্র্যাঞ্চাইজি, প্লেয়ার-সহ বাকিরা তাকিয়ে রয়েছে আইপিএল-এর দিকে। বিসিসিআই এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে।”

প্রসঙ্গত, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, স্টিভ স্মিথের মত তারকা ক্রিকেটাররা প্রকাশ্যেই আইপিএল-এ খেলার কথা জানিয়েছিলেন। কোনও কারণে টি২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে সেই ফাঁকেই আইপিএল-এর আয়োজন করতে চাইছে বিসিসিআই। তবে বুধবারেও বোর্ড মিটিংয়ে টি২০ বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। জানানো হয়েছে, বিশ্বকাপ আয়োজনের সমস্ত বিষয় এখনো খতিয়ে দেখা হচ্ছে। আগামী মাসে কাউন্সিল কমিটির মিটিংয়ে টি২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হবে।

আরও পড়ুন: করোনা আবহে সুরক্ষার কারণে এবার থেকে বন্ধ হচ্ছে বল পালিশে থুতুর ব্যবহার

সম্প্রতি দেশ-বিদেশের ক্রিকেটাররা এ বারের আইপিএল-এ খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরাও চান, চলতি বছরেই আইপিএল হোক। সৌরভের বোর্ডও সে দিকেই নজর দিচ্ছে। বোর্ড প্রেসিডেন্টের চিঠিতেই তা স্পষ্ট। যদিও আইপিএল হওয়া, না হওয়া ঝুলে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের উপরে। সব কিছু ঠিকঠাক থাকলে ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্বকাপ। করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে কি অস্ট্রেলিয়ায় আদৌ বিশ্বকাপ করা সম্ভব? অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এখনও এ ব্যাপারে খোলাখুলি কিছু জানাতে পারেনি। অনেকেই মনে করছেন এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে না। বোর্ড্ প্রেসিডেন্ট সৌরভের সামনে কঠিন চ্যালেঞ্জ। ক্যাপ্টেন থাকার সময়ে বহু কঠিন ম্যাচ সৌরভ বের করে এনেছেন বিচক্ষণ সিদ্ধান্ত নিয়ে। এ বারও বোর্ড প্রেসিডেন্ট কিছু একটা উপায় বের করবেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

 

 

 

 

Related Articles

Back to top button
Close