fbpx
গুরুত্বপূর্ণদেশবিনোদনহেডলাইন

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ইরফান খান, ভর্তি হাসপাতালে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ইরফান খানকে ভর্তি করা হল হাসপাতালে। তাকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার হঠাৎই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

কয়েক বছর আগেই নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়েছিলেন ইরফান খান। আর এরপরেই অভিনয় জগত থেকে বেশ খানিকটা দূরে সরে গিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি মা-কে হারিয়েছেন ইরফান। ইরফানের মা সইদা বেগমের বয়স হয়েছিল ৯৫ বছর। শনিবার সকালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয় তার। তিনি থাকতেন রাজস্থানের জয়পুরের বেনিওয়াল কান্তা কৃষ্ণ কলোনিতে।

কিন্তু সারা দেশে লকডাউন চলায় মায়ের কাছে পৌঁছতে পারেননি ইরফান। ভিডিও কনফারেন্সে জানিয়েছিলেন শেষ শ্রদ্ধা।

Related Articles

Back to top button
Close