fbpx
দেশহেডলাইন

একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম: সোনিয়া গান্ধী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ৭১ বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। তাঁর প্রয়াণে শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলে ৷ বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ গুরগাঁওয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রিয় আহমেদজির মৃত্যুকে শোক প্রকাশ তিনি বলেন, ‘‘ অভাব পূরণ করা যাবে না এমন একজন কমরেডকে হারালাম ৷ একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম ৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই।’’

এদিন টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ আহমেদ প্যাটেলজির প্রয়াণে শোকাহত ৷ তিনি বছরের পর বছর ধরে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ৷ তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত ছিলেন ৷ কংগ্রেসকে শক্তিশালী করতে তাঁর অবদান সবার মনে থাকবে ৷ ওঁর পুত্র ফৈজ়লের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি ৷ আহমেদ ভাইয়ের আত্মার শান্তি কামনা করি ৷’’

আরও পড়ুন: ফের নক্ষত্রপতন, প্রয়াত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল

তিনি ছিলেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার ৷ দল সংকটে পড়লেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আহমেদ প্যাটেল ৷ সেই রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেলের মৃত্য়ুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘ এটা দুঃখের দিন ৷ আহমেদ প্যাটেল ছিলেন কংগ্রেসের স্তম্ভ ৷ উনি কংগ্রেসের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন ৷ কঠিন থেকে কঠিন সময়েও তিনি দলের পাশে থেকেছেন ৷ দলের মূল্যবান সম্পদ ছিলেন ৷ আমরা তাঁকে মিস করব ৷ ফৈজ়ল, মুমতাজ় ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ ’’ এছাড়া একাধিক কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ৷ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং, রণদীপ সিং সূরযেওয়ালা, সুস্মিতা দেব, অভিষেক মনু সিংভিরা শোক প্রকাশ করেন ৷

Related Articles

Back to top button
Close