এবার বন্ধ হল বৃন্দাবনের ইসকন মন্দির, পুরোহিত-সহ মন্দিরের ২২ কর্মচারী করোনায় আক্রান্ত
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নদিয়ার পর এবার বৃন্দাবনের ইসকন মন্দির বন্ধ করে দেওয়া হল। পুরোহিত-সহ মন্দিরের ২২ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গোটা বিশ্বে মারণ থাবা বসিয়েছে করোনা ভাইরাস। বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা। এই করোনার কোপে পড়েছে মায়াপুর ইসকন মন্দির৷ লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৫ জুলাই মন্দির খোলা হয়েছিল৷ এর পর আশেপাশে এলাকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী দু সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ। জন্মাষ্টমীর আগেই মন্দির বন্ধের এই সিদ্ধান্তে মনখারাপ ভক্তদের।
ISKCON Temple in Vrindavan sealed after 22 people, including priests, from the temple tested positive for #COVID19, ahead of #Janmashtami.
Official says,”Movement of people has been restricted and the temple has been sealed.” pic.twitter.com/K646uuJePU
— ANI UP (@ANINewsUP) August 11, 2020
আরও পড়ুন: ‘এবার খুব মন দিয়ে পড়াশোনা করব’, ক্লাস ১১-এ ভর্তি হয়ে বললেন শিক্ষামন্ত্রী
মন্দির কর্তৃপক্ষে জানিয়েছে, সুরক্ষার স্বার্থে আগামী দু সপ্তাহ মায়াপুরের ইসকন মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের জেরে ১০৩ দিন বন্ধ থাকার পরে গুরুপূর্ণিমার দিনে খুলেছিল নদিয়া মায়াপুরের ইসকনের মন্দির৷ তারপর স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে ঢোকা ও পুজো দেওয়া শুরু হয়েছিল৷ মন্দিরের ভিতরে ৬ ফুট দূরত্ব বজায় রেখে ভক্তদের ঢুকতে দেওয়া হচ্ছিল। প্রধান গেটে দর্শনার্থীদের থার্মাল স্ক্রিনিং করিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। মন্দিরের ভিতরে থাকা প্রত্যেককে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন: বিদ্রোহে ইতি টেনে অবশেষে ‘ঘর ওয়াপসি’ শচীনের