ইসলামপুরের চম্পাবাগে যৌনকর্মীদের মধ্যে দেনাপাওনাকে কেন্দ্র করে গণ্ডগোল, লাঠিচার্জ পুলিশের

দীপঙ্কর দে, ইসলামপুর: ইসলামপুরের চম্পাবাগ এলাকায় যৌনকর্মীদের মধ্যে দেনাপাওনাকে কেন্দ্র করে গন্ডগোলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামপুর থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। চম্পাবাগ এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশের লাঠিচার্জে হোটেলপট্টি এলাকার এক বাসিন্দা জখম হয়। জখমের পরিবার পুলিশের কাছে মারার কারন জানতে চেয়ে ফের পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করে বলে অভিযোগ করে। হোটেলপট্টির বাসিন্দাদের উপর লাঠিচার্জ করায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বলে অভিযোগ। জনতার ছোড়া ইটের আঘাতে পুলিশের তিন সিভিক ভলেন্টিয়ার গুরুতর জখম হয়ে পড়ে। জখম সিভিক ভলেন্টিয়ারদের ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।
এদিকে শিশু পুরুষ ও মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগে অভিযুক্ত পুলিশ অফিসারকে সাসপেন্ড করার দাবিতে বিক্ষোভ শুরু করে হোটেলপট্টির বাসিন্দারা। যদিও পুলিশের আচমকা লাঠিচার্জকে অন্যায় অবিচার বলে দাবি করে চম্পাবাগের বাসিন্দারা। তবে এদিনের ঘটনায় পুলিশ কাউকেই গ্রেফতার করেনি বলে ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। সবমিলিয়ে পুলিশের তরফে আচমকা লাঠিচার্জকে অনৈতিক দাবি করে হোটেলপট্টি এলাকায় তীব্র ক্ষোভের পাশাপাশি চাপা উত্তেজনা রয়েছে।