আন্তর্জাতিকহেডলাইন
গাজায় বোমা হামলা ইজরায়েলের

গাজা : ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্বাঞ্চলে বোমা হামলা চালিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। সূত্রের খবর, রবিবার, ভোররাতে ইজরায়েলের সেনাবাহিনী জঙ্গিবিমান থেকে গাজা ও বাইত লাহয়া ছাড়াও রাফাহ শহরের দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইজরায়েলের সেনাবাহিনী।
এক টুইট বার্তায় জানানো হয়েছে, ‘রাতের বেলা নিক্ষিপ্ত রকেট হামলার জবাবে গাজা উপত্যকায় হামাসের কেন্দ্রস্থল লক্ষ্য করে জঙ্গিবিমান ও কামান দিয়ে হামলা চালিয়েছে সেনাবাহিনী।’ তবে কোনো হতাহতের ঘটনা সম্পর্কে জানা যায়নি।
সূত্রের খবর, গত শনিবার গাজা উপত্যকা থেকে ইজরায়েলের সীমান্তবর্তী অঞ্চল লক্ষ্য করে দুটি রকেট নিক্ষেপ হয়। এই ঘটনায় ইজরায়েলি সেনাবাহিনী হামাসকে দায়ি করে রবিবার পাল্টা হামলা চালায়।