এখনই জাঁকিয়ে শীত নয় বঙ্গে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকেই পারদ বেশ খানিকটা নিম্নমুখী। ভোর থেকেই অল্প অল্প কুয়াশায় মুখ ঢেকেছে কলকাতা আশেপাশের অঞ্চল। এদিন সকাল থেকেই আকাশ পরিষ্কার। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহবিদরা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরে। এই কারণেই জাঁকিয়ে শীত এর পরিস্থিতি তৈরি হচ্ছে না রাজ্যে।
আরও পড়ুন: ফের শোকস্তব্ধ ফুটবল দুনিয়া, প্রয়াত সেনেগালের ফুটবলার পাপা দিওপ
আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে রাজ্যে। কলকাতাতেও পারদ নিম্নমুখী হবে আগামীকাল। তবে তাপমাত্রা এখনই ১৫ ডিগ্রি নীচে নামার সম্ভাবনা নেই। তবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে। একইভাবে এটি পশ্চিমে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে পৌঁছবে। এর সরাসরি কোনও প্রভাব পড়বে না। ওড়িশায় ঘন কুয়াশাবার্তা জারি হয়েছে।