fbpx
আন্তর্জাতিক

পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি’র

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পদত্যাগের ঘোষণা করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান প্রধান মারিও দ্রাঘি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির জোট সরকারের নেতৃত্বে ছিলেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থার দরকার, তা শেষ হয়ে গেছে। আমি আজ সন্ধ্যায় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কাছে আমার পদত্যাগপত্র হস্তান্তর করব।

মারিও দ্রাঘি পদত্যাগপত্র জমা দিলেও এখনও তা গ্রহণ করেননি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। মারিওকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

 

 

Related Articles

Back to top button
Close