প্রথম প্রজন্ম হিসেবে মাধ্যমিক উত্তীর্ণ বিরহোড় জনজাতির জবা শিকারি

সাথী প্রামানিক, পুরুলিয়া: প্রথম প্রজন্ম হিসেবে মাধ্যমিক পাশ করল বাঘমুন্ডির ভূপতিপল্লী গ্রামের বিরহোড় জনজাতির জবা শিকারি। শুধু তাই নয় গ্রামেরই এই প্রথম কেউ মাধ্যমিকের গণ্ডি পার করল। এই খবর আসতেই গোটা গ্রাম উচ্ছ্বাসে মেতে ওঠে।
ছোট বেলায় বাবা হারা মেয়েকে বিধবা মা মঙ্গলি শিকারি দিনমজুরের কাজ করে পড়াশোনা করিয়েছেন। প্রথম থেকেই জীবন যুদ্ধে লড়াই করার সাহস তৈরি করেছে সে। জবা জানিয়েছে যে, আমরা তিন বোন। বাবা ছোটবেলায় মারা যান। মা দিনমজুরের কাজ করে সংসার চালান। পন্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলাম। আমি আরও পড়তে চাই। নার্স হয়ে মানুষের সেবা করতে চাই ।
[আরও পড়ুন- নোয়াপাড়ার ত্রাস রাজাকে দেশী বন্দুক ও গুলি সহ পাকড়াও]
এই খবর পৌঁছায় বিধায়ক নেপাল মাহাতোর কাছে। তিনি কৃতি ছাত্রীকে সংবর্ধনা জানান ও মিষ্টি মুখ করিয়ে তার পড়ার সমস্ত খরচ বহন করার দায়িত্ব নেন।