
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড হারবারে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার যাদবপুর থানা ঘেরাও করল বিজেপির কর্মীসমর্থকেরা। এদিন সন্ধ্যেবেলা যাদবপুরে থানা ঘেরাও করে নাড্ডার হামলার প্রতিবাদ জানাতে দেখা যায় গেরুয়া কর্মীদের। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার নাড্ডার সভার আগেই রণক্ষেত্রের চেহারা নেয় ডায়মন্ডহারবার। অভিযেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে নাড্ডার সভার আগে নড্ডার কনভয় শিরাকোল মোড় থেকে দফায় দফায় আটকায়। কনভয়ে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বাস, সংবাদমাধ্যমের গাড়ি। ইট ছোড়া হয় কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের গাড়িতে। গাড়ির সামনের কাচ ভেঙে যায়। ড্রাইভারের দিকের কাচ ভেঙে পাথর গাড়ির ভেতরে ঢোকে।
নাড্ডার রাজ্য সফরে পুলিশি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এই অভিযোগ জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপরেই গোটা বিষয়ে রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করেন শাহ।