fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বাদকুল্লায় ২১-এর নির্বাচনী কর্মী বৈঠকে রাজ্য সরকারের ‘দুয়ারে দুয়ারে সরকার’-এর তীব্র সমালোচনায় জগন্নাথ

শ্যামল কান্তি বিশ্বাস, বাদকুল্লা : পৌরসভা কিংবা ত্রিস্তর পঞ্চায়েত পরিচালন ব্যাবস্থাপনায় যে সত্যিই কাজকর্ম হয়না, সর্ব সাধারণ সঠিক ভাবে পরিষেবা পান’না পক্ষান্তরে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির মধ্যে দিয়ে স্বীকার করে নিল রাজ্য সরকার। এতদিন বিরোধীরা যে অভিযোগ করে এসেছে যে,পৌরসভা সহ বিভিন্ন ত্রিস্তর পঞ্চায়েত ব্যাবস্থাপনায় সংশ্লিষ্ট এলাকার শাসকদল, বিশেষ করে তৃনমূল কংগ্রেস আর্থিক দূর্নীতির আখড়া সহ ঘুঘুর বাসায় পরিনত করেছে,সেই অভিযোগ আজ মূলত দুয়ারে দুয়ারে কর্মসূচি কার্যকরের মধ্যদিয়ে স্বীকার করে নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার বাদকুল্লায় দলের কর্মী বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন বিজেপি নেতা তথা সাংসদ জগন্নাথ সরকার ।

 

তিনি আরো বলেন,এই কর্মসূচি কার্যকর উপলক্ষে কয়েক কোটি টাকার বিজ্ঞাপন, রাজ্যের তৃনমূলের মদতপুষ্ট সংবাদ পত্র ও টিভি চ‌্যানেল গুলিকে দিচ্ছে রাজ্য সরকার। এটা’কি খুবই জরুরি ছিল!এই বিজ্ঞাপন আমার, আপনার ট্যাক্সের টাকায় এবং এই ভাবে জনগণের টাকা নয়ছয় করা যায় কি? প্রশ্ন তুললেন মহাদেব বাবু। তিনি আরো অভিযোগ করেন,যদি সত্যিই রাজ্য সরকার আন্তরিক হতেন, তাহলে এতদিন কেন চালু করেননি, নাকি মরার আগে হরি নাম! বাংলার মানুষ সব বোঝেন,কোন চালাকি তে আর কাজ হবেনা। একের পর এক কেন্দ্রের জনহিতকর প্রকল্প রাজ্যে চালু না করে, আর যে প্রকল্পগুলি ও বা এ রাজ্যে চলছে, সেক্ষেত্রে কেন্দ্রের দেওয়া নাম পাল্টিয়ে কি বার্তা দিতে চাইছেন মাননীয়া?

 

বাংলার মানুষ সব বোঝেন,কোন চমকেই আর কাজ হবেনা বলে দাবি করেন জগন্নাথ বাবু। আজ কৃষ্ণগজ্ঞ বিধানসভা এলাকার বাদকুল্লা ৩৬ নং জেড পি মন্ডলের নির্বাচনী প্রস্তুতি বৈঠক দিল বিজেপির। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে জগন্নাথ বাবু রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সোচ্চার হন।

Related Articles

Back to top button
Close