fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

জনতার উপচে পড়া ভিড়ে প্রাতঃভ্রমণ সহ চায়ে-পে চর্চায় ঝড় তুললেন জগন্নাথ

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : শুভ সকালের সূচনা আজ প্রাতঃভ্রমণ সহ চায়ে-পে চর্চার মধ্যদিয়ে। সাংসদ জগন্নাথ সরকার আজ দিনের কর্মসূচি শুরু করলেন, হবিবপুর রেল বাজারের ফাঁড়ির মাঠে প্রাতঃভ্রমণ দিয়ে।খবর ছড়াতেই এক এক করে শুভানুধ্যায়ী সহ দলীয় কর্মী সমর্থক দের ভীড়ে জনসংযোগ স্থাপনের ভাবনা টা যথেষ্ট ভাবে সফল।

সাংসদ হওয়ায় আগে এলাকার মানুষের কাছে যে পরিচয়ে নিজেকে বিস্তৃত করা অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক,ফলে শরীর চর্চার অভ্যাস আগে থেকেই রপ্ত থাকলেও নতুন দায়িত্ব ও কাজের চাপে সময় দিতে না পারলেও আজ থেকে আবার শুরু করতে পারার স্বভাবতই খুশি জগন্নাথ বাবু। শুভ সকালের শুভেচ্ছা বিনিময়ে উঠে এলো সেই কথাই। জগন্নাথ বাবু আরো জানালেন,সিওড়ে কড়া নাড়ছে ২০২১ এর নির্বাচন।

          আরও পড়ুনঃ ফের নক্ষত্রপতন, প্রয়াত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল

রাজ্যে পালা বদলের খেলায় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির পুনঃ প্রতিষ্ঠায় আসন্ন লড়াইয়ে জিততেই হবে,তাই লড়াইয়ের ময়দানে সন্মুখ সমরে চোখে চোখ রেখে লড়তে হলে শরীর কে সুস্থ রাখা অত্যন্ত জরুরি, কর্মীদের কেও সেই বার্তা ই দিচ্ছি এবং প্রাতঃভ্রমণ শেষে চা-পে চর্চায় জনসংযোগের মধ্যদিয়ে কুশল বিনিময় টাও সেরে নিচ্ছি।

Related Articles

Back to top button
Close