fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

জগদ্দলে ছাত্র খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: জগদ্দল ৫ নম্বর গলি এলাকায় অষ্টম শ্রেণীর এক ছাত্রকে গুলি করে খুনের ঘটনায় মোহাম্মদ তৌফিক নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। ধৃতকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এই খুনের ঘটনা ওই এলাকায় যথেষ্ঠ পরিমাণে চাপা উত্তেজনা রয়েছে। এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ মোড়ে মোড়ে টহল দিচ্ছে, যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

প্রসঙ্গত, গতকাল রাতে নমাজ পড়ে বাড়ি ফেরার সময় ৫ নম্বর গলিতে দুষ্কৃতীরা গুলি করে খুন করে বলে জানা যায়। গুলিবিদ্ধ হয়ে খুন হয় ১৪ বছরের অষ্টম শ্রেণীর ছাত্র আব্দুল ওয়াকার। পবিত্র মহরমের নমাজ পড়ে বাড়ি ফেরার সময় রাস্তায় ভিড় করে তাজিয়া দেখছিল আবদুল ওয়াকার। সেই সময় পিছন থেকে ৬ টি বাইকে ১৪ -১৫ জন ছেলে তাজিয়ার কারনে আটকে যায়। ভিড় আটকানো নিয়ে বচসা শুরু হয়। তারপরই হঠাৎই রিভালবার বের করে গুলি চালাতে শুরু করে বাইকে থাকা দুষ্কৃতীরা। সেই সময় হুড়োহুড়ি পড়ে যায়। এরমধ্যেই গুলিবিদ্ধ হয় আব্দুল ওয়াকার। ওই দুষ্কৃতীদের মধ্যে একজনকে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গুলি বিদ্ধ আবদুলকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা।

Related Articles

Back to top button
Close