
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যসচিবের জবাব না পেয়ে ক্ষুব্ধ রাজ্যপাল। সেই ক্ষোভে শনিবার বেশি রাতে টুইট করে রাজ্য প্রশাসনকে তোপ দেগেছেন। লিখেছেন,’জবাব চেয়ে জবাব পাওয়া যায় না, দুর্ভাগ্যজনক।’
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে বলে সুর চড়িয়েছিলেন তিনি। সে সম্পর্কে বিস্তারিত জানতে শনিবার দুপুর ২টোর মধ্যে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের জবাব তলব করেছিলেন রাজ্যপাল।
মুখ্যসচিবের জবাব দেওয়ার নির্ধারিত সময় ছিল শনিবার দুপুর ২টো। কিন্তু জবাব না পেয়ে শনিবার রাতে টুইট করে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। টুইটে লেখেন, ‘দুর্ভাগ্যজক! জবাব চেয়ে মুখ্যসচিবের তরফে তা পাওয়া যায় না।’ পূর্বতন মুখ্যসচিব রাজীব সিনহাকেও খোঁচা দেন তিনি।
লেখেন, ‘গত আগস্ট মাসে পদে থাকাকালীন জবাব চেয়েও তা পাওয়া যায়নি।’ এছাড়াও টুইটে রাজ্যপাল লেখেন, ‘আশা করি আপনি আপনার প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করবেন।’ দায়িত্ব নেওয়ার পর থেকে নবান্ন-রাজভবন সংঘাত লেগেই রয়েছে। জবাব তলব করে না পাওয়ার ঘটনায় সংঘাত যে আর জোরাল হল, সে বিষয়ে সন্দেহ নেই।