
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আগামী ৬ আগস্ট হতে চলেছে উপ রাষ্ট্রপতি পদে নির্বাচন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পছন্দের প্রার্থীর নাম। রাজ্য-রাজনীতিতে সকলকে চমক দিয়ে উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে জগদীপ ধনকরের নাম ঘোষণা করেছে বিজেপি। আর বিরোধী শিবিরের পছন্দের প্রার্থী রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল, কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা।
আজ উপ রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলেন জগদীপ ধনকর। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী ৬ই আগস্ট। আগামীকাল পর্যন্ত উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত বর্তমান উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর কার্য মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। খুব শীঘ্রই জগদীপ ধনকর সমস্ত দলের সাংসদদের সঙ্গে দেখা করে ভোট প্রার্থনা করবেন। আজকে রাষ্ট্রপতি নির্বাচন মেটার পর এবার উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় রাজনীতিতে যে ব্যাপক তোরজোড় শুরু হতে চলেছে তা বলাই বাহুল্য। রবিবার রাতেই বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনকর। তার ইস্তফাপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।