পশ্চিমবঙ্গহেডলাইন
দুঃস্থ মানুষের পাশে জয়পুর যুব তৃণমূল

অভিজিৎ চৌধুরী, পুরুলিয়া: জয়পুর বিধানসভার বিভিন্ন গ্রামে দুঃস্থ মানুষদের শাড়ি, ধুতি দিয়ে ওদের পাশে দাঁড়াল জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। জয়পুর বিধান সভার আদিবাসী অধ্যুষিত গ্রাম চিড়কামু রোপো, তাহেরবেড়া, কুমারডি, বালিয়া প্রভৃতি গ্রামগুলিতে দুহাজার মানুষের হাতে শাড়ি, ধুতি, জামাকাপড় তুলে দেওয়া হল।
আরও পড়ুন: মুসলিম পটচিত্রীর শৈলীতে সেজে ওঠা সম্প্রীতির দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন মোদির
জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যজ্যোতি সিংহ দেও জানিয়েছেন, যেখানে মানুষের অসুবিধার কথা জানতে পারছি আমার সেখানে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। আগামী দিনে আরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই আমরা। স্বভাবতই পুজোর মুখে নতুন জামা কাপড় পেয়ে খুশি তারা।