fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

এবার করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার মারণ করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। জানা গিয়েছে, ইতিমধ্যে তাঁকে ভরতি করা হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার কথা জানান তিনি।

এদিন টুইট করে তিনি লেখেন, ‘‌‘অসুস্থবোধ করায় এবং কিছু উপসর্গ দেখা দেওয়ায় আমি করোনা টেস্ট করিয়েছিলাম। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে আমি হাসপাতালে ভরতি হচ্ছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ নিজেদের আইসোলেশনে রাখুন এবং টেস্ট করান। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন।‌’‌’‌

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান–সহ আর বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। এমনকী সংক্রমণ রুখতে ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, সেই মন্ত্রী অর্জুন সিং মেঘওয়ালও আক্রান্ত হয়েছিলেন। একইদিনে করোনা পজিটিভ হয় আরেক মন্ত্রী কৈলাস চৌধুরিও।

Related Articles

Back to top button
Close