
মোকতার হোসেন মন্ডল: চিনা হানাদার বাহিনী ভারতীয় জওয়ানদের উপর কাপুরুষের মত আক্রমণ চালিয়েছে বলে বিবৃতি দিয়ে জানালো জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখা। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকে ‘পদক্ষেপ’ নিতেও আহ্বান জানিয়েছেন সংগঠনটির রাজ্য সভাপতি মৌলানা আব্দুর রফিক।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি আব্দুর রফিক ভারতীয় সেনা মৃত্যুর ঘটনা সম্পর্কে বলেন, ‘চিনা হানাদার বাহিনী ভারতীয় জওয়ানদের উপর কাপুরুষের মত আক্রমণ চালিয়েছে।’ বিভিন্ন বিরোধী দলগুলোর মতোই তিনি সেনাদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেন। আব্দুর রফিক বলেন, চিনা আগ্রাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ভারতীয় সেনাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
তবে সেনাদের এই ত্যাগ দেশবাসী শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে বলেও জামায়াতে ইসলামীর রাজ্য সভাপতি মন্তব্য করেন। মাওলানা আব্দুর রফিক বলেন, ‘চিনা হানাদার বাহিনীর আক্রমণে বাংলার দুইজন বীর সেনানী নিহত হয়েছেন। দেশের জন্য বাংলার এই সেনাদের আত্ববলিদান দেশবাসী শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে। সেনাদের দেশরক্ষার জন্য এই আত্মত্যাগ এর কোনো তুলনা হয় না।’
জামায়াত নেতা চিনের হানাদার বাহিনীর আক্রমণে নিহত জওয়ানদের পরিবারের সদস্যের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। আব্দুর রফিক কেন্দ্রীয় সরকারকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কর্তব্য পালনের জন্য আহ্বান জানান।
শুধু রাজ্য নেতারা নন, সংগঠনটির কেন্দ্রীয় নেতারাও নিহত সেনাদের আত্মত্যাগকে তুলে ধরছেন।