fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: স্বস্তিতে নেই কোনও জায়গা। মারণ ভাইরাসের তার দাপট অব্যাহত রেখেছে। বেড়ে চলেছে মৃত্যু থেকে আক্রান্তে সংখ্যা। জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

মৃত ৭ জনের মধ্যে ৪ জন শ্রীনগরের বাসিন্দা, দু’জনের বাড়ি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এবং একজন জম্মুর শক্তি নগরের থাকতেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:চেন্নাইয়ের তিনটি মেট্রো স্টেশনের নাম বদল হচ্ছে

জম্মু ও কাশ্মীর স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী পুলওয়ামার অবন্তীপোরার বাসিন্দা ৫২ বছর বয়সী একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও পাম্পরের মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন। শ্রীনগরে ৪ জনের মৃত্যু হয়েছে এবং জম্মুতে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে জম্মু ও কাশ্মীরে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭৩ মৃত্য হয়েছে। এর মধ্যে কাশ্মীরে ৩৪৬ জনের ও জম্মুতে ২৭ জনের প্রাণ গিয়েছে।

Related Articles

Back to top button
Close