গুরুত্বপূর্ণদেশহেডলাইন
রক্তাক্ত জম্মু-কাশ্মীর! খতম তিন জঈশ জঙ্গি
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লকডাউনের মধ্যে ফের রক্তাক্ত জম্মু- কাশ্মীর। নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হল তিন জঈশ জঙ্গি। ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযান চলে পুলওয়ামার কঙ্গন মুরান গ্রামে। জম্মু ও কাশ্মীর পুলিসের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানিয়েছেন সেখানেই তিন জঈশ ই মহম্মদ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী।
সূত্রের খবর অনুযায়ী, নিহতদের মধ্যে একজন জঈশ কমান্ডারও রয়েছেন। গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে আছে জম্মু-কাশ্মীর। মঙ্গলবারই পুলওয়ামার ত্রাল এলাকায় গুলির লড়াইয়ের পর দুই জঙ্গিকে নিকেষ করেছিল সেনা। সোমবারও নৌশেরার লাইন অব কন্ট্রোলের কাছে অনুপ্রবেশকারী তিন জঙ্গিকে খতম করেছিল সেনা।
উল্লেখ্য, করোনা লকডাউন শুরু থেকেই বারবার উত্তপ্ত হয়েছে ভূস্বর্গ। লকডাউনের মধ্যে মোট ৪৬ জন জঙ্গিকে খতম করেছে সেনা।