শারীরিক অসুস্থতা! প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ‘ভারত-বন্ধু’ শিনজো আবের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অসুস্থতার কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। জল্পনা সত্যি করে শুক্রবার সাংবাদিক সম্মেলনে শিনজো বলেন, ‘হাতে এখনও এক বছর ছিল। অনেক সমস্যার সমাধান বাকি থেকে গেল। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। কর্তব্য পালনে ত্রুটি–বিচ্যুতি থাকলে ক্ষমা করে দেবেন।’ তবে তিনি জানান, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা ঠিক না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন।
আবের প্রধানমন্ত্রী পদের কার্যকাল শেষ হচ্ছে ২০২১ সালের সেপ্টেম্বরে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার আগেই পদত্যাগ করবেন তিনি, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার জাপানের জাতীয় সংবাদমাধ্যম এনএইচকে সূত্রে এই খবর মিলেছিল। এদিন তিনি বলেন, ‘গত ৮ বছর ধরে রোগ নিয়ন্ত্রণে রেখেছিলাম। এই বছর জুন থেকে রোজ ডাক্তারকেও দেখাতাম। বুঝতে পারছিলাম, সমস্যা বাড়ছে। তখনই ঠিক করি, এভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন সম্ভব হবে না। এই রোগের সঙ্গে আমায় লড়তে হবে। চিকিৎসা প্রয়োজন।’
এতটাই অসুস্থ আবে যে গত দু’সপ্তাহের মধ্যে দুবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এমাসে কাজের থেকে তিনদিনের ছুটি নেন আবে এবং গত ১৭ তারিখ হাসপাতালে ভর্তি হন। সেখানে সেদিন সাত ঘণ্টাও বেশি ভর্তি ছিলেন তিনি। তারপর ফের আরেকদিন হাসপাতালে ভর্তি হন আরও শারীরিক পরীক্ষার জন্য।
উল্লেখ্য, ঐতিহাসিক প্রেক্ষাপট ছাড়াও আধুনিক কূটনীতিতে শিনজো আবের প্রধানমন্ত্রীত্বেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে অভূতপূর্ণ উন্নতি হয় জাপানের। অর্থনীতি থেকে সামরিক ক্ষেত্র কিংবা বানিজ্য-বিনিয়োগ থেকে জাতিপুঞ্জে ভারতের অন্যতম বন্ধু দেশ হয়ে এখন জাপান।