fbpx
আন্তর্জাতিক

করোনা আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: করোনায় আক্রান্ত হলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। স্থানীয় সময় রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর সর্দি ও জ্বরের উপসর্গ দেখা দেয়। রবিবার সকালে পিসিআর পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

করোনায় আক্রান্ত হওয়ায় কিশিদাকে পূর্ব নির্ধারিত তিউনিসিয়া সফর বাতিল করতে হয়েছে। সম্প্রতি সপ্তাহখানেক ছুটিতে ছিলেন ফুমিও কিশিদা। বর্তমানে সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আজ সোমবার থেকে তার দফতরের দায়িত্ব সামলাবেন। ভার্চুয়ালি অংশ নেবেন টোকিও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আফ্রিকান ডেভেলপমেন্ট (টিআইসিএডি)-এর সম্মেলনে।

দেশটিতে সম্প্রতি নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা গেছে। করোনা মহামারিতে দেশটির ব্যবসায়িক কর্মকাণ্ড ক্ষতির মুখে। তবে জাপানে করোনায় মৃত্যুর হার অপেক্ষাকৃত কম।

 

Related Articles

Back to top button
Close