‘চার্জ দ্য–অ্যাফেয়ার্স’ পদের থেকে বেশিই অভিজ্ঞ কূটনীতিক জয়ন্ত, না-পসন্দ পাকিস্তানের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভারতীয় কূটনীতিকের ভিসার আবেদন খারিজ করল পাকিস্তান। গত জুন মাসে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে ‘চার্জ ডি–অ্যাফেয়ার্স’ পদে বসানো হয়েছিল জয়ন্ত খোবড়াগাড়ে–কে।
বিশেষজ্ঞদের দাবি, বিশ্বমঞ্চে কাশ্মীর ইস্যুতে ভারতকে কোণঠাসা করতে না পেরে প্রত্যাঘাত পাকিস্তানের। অন্যদিকে, ইসলামাবাদের বক্তব্য, যোগ্যতার মাপকাঠির নিরিখে ওই পদের জন্য ‘একটু বেশি’ই অভিজ্ঞ জয়ন্ত খোবড়াগাড়ে।
গত জুন মাসেই গুপ্তচরবৃত্তির অভিযোগে পাক হাইকমিশনের কর্মীকে বহিষ্জকার করেছিল দিল্লি। পাল্টা আঘাতে ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের দুই কর্মীকে ‘নিগ্রহ’ অভিযোগ উঠেছিল ইমরান সরকারের বিরুদ্ধে। তখন থেকেই ভারত–পাক দ্বিপাক্ষিত কূটনৈতিক সম্পর্কের সুতো ছিঁড়েছে। তারপর থেকেই দুই দেশের হাইকমিশন এবং তার শাখায় কর্মী এবং কূটনীতিকের সংখ্যা অর্ধেক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ভারতীয় কূটনীতিকের ভিসার আবেদন খারিজের ঘটনায় বেশ ক্ষুব্ধ সাউথ ব্লক, ভারতও পাল্টা পদক্ষেপ করতে পারে, কূটনৈতিক মহলের দাবি।
বর্তমানে পরমাণু শক্তি দপ্তরের যুগ্ম সচিব পদে রয়েছেন জয়ন্ত। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ১৯৯৫ ব্যাচের অফিসার তিনি। একসময়ে পাকিস্তান সহ রাশিয়া, স্পেন, কাজাখাস্তানে ভারতীয় মিশনে যুক্ত ছিলেন তিনি।