প্রকাশিত হল জযেন্টের ফলাফল, সফল প্রার্থীদের মধ্যে ১৫.৫২ শতাংশ মহিলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন অ্যাডভান্সড ২০২০ – এর ফলাফল। এবারে প্রথম স্থান অর্জন করেছেন মহারাষ্ট্রের পুণের ছাত্র চিরাগ ফ্যালর। ৩৯৬ এর মধ্যে ৩৫২ নম্বর পেয়ে সামগ্রিকভাবে প্রথম হয়েছেন চিরাগ ফ্যালর। মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন কনিষ্কা মিত্তাল, যিনি মোটের ওপর ১৭তম স্থান পেয়েছেন। মহিলাদের মধ্যে প্রথম কনিষ্কা পেয়েছেন ৩১৫। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে গাঙ্গুলা ভুবন রেড্ডি এবং বৈভব রাজ। সকল সফল ছাত্র – ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। উল্লেখ্য বিষয় হল, সফল প্রার্থীদের মধ্যে ১৫.৫২ শতাংশ মহিলা।
[আরও পড়ুন- ভুল খবর নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি পার্থ চট্টোপাধ্যায়-এর]
২৭ সেপ্টেম্বর প্রায় দেড় লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এদিন আইআইটি দিল্লি সর্বভারতীয় র্যাঙ্কিং ও স্কোরকার্ড প্রকাশ করেছে। এ বছর মোট ২২২ টি শহরে ১০০১ সেন্টারে এই পরীক্ষা হয়েছিল। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৩,২০৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে মাত্র ৬,৭০৭ মহিলা। সফল পরীক্ষার্থীদের মধ্যে ১৭,২৮৩ জন জেনারেল ক্যাটেগরির। ৯,১৯৫ জন ওবিসি। ৭,৮৫২ জন তফসিলি জাতি ও ২,৮৫২ জন তফসিলি উপজাতির। আর্থিক ভাবে দুর্বল ৫,০৮৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সোমবার সকাল ১০.২০ মিনিট নাগাদ ফলাফল প্রকাশিত হয়েছে। আইআইটি দিল্লি ছিল এই পরীক্ষার সংগঠক।