fbpx
দেশহেডলাইন

JEE-NEET পরীক্ষার্থীরা পরীক্ষা পে চর্চা চেয়েছিল, ‘খেলনা’ মন্তব্যে মোদিকে একহাত রাহুলের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: JEE-NEET পরীক্ষার্থীরা পরীক্ষা পে চর্চা চেয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘খেলনা’ মন্তব্যে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার ৬৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতির বিষয়ে আরও জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘খেলনা আর খেলার মধ্যে দিয়েই শিশুদের পড়াশোনার ব্যাপের আরও আগ্রহী করে তুলতে হবে।’ এই কারণেই যে জাতীয় শিক্ষানীতিতে খেলার উপরে বিশেষ করে গুরুত্ব আরোপ করা হচ্ছে, সে কথাও স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, দেশে খুব শিগগিরই খেলনা হাব তৈরি হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জোরকদমে আলোচনাও শুরু করে দিয়েছেন বলেও এ দিন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘খেলনা তৈরির শিল্পেও ভারতবর্ষকে আত্মনির্ভর হতে হবে।’ বললেন, ‘খেলনা যে শুধু বিনোদনের শর্তপূরণ করে এমনটা নয়। শিশুমনে সৃজনশীলতার প্রসার ঘটাতেও অগ্রণী ভূমিকা রয়েছে খেলনার।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে রাহুল বলেছেন, করোনা আবহে NEET ও JEE নিয়ে প্রবল সংকটের মুখে পড়ে ছাত্রছাত্রীরা চেয়েছিলেন, মোদি ‘পরীক্ষা পে চর্চা’ করুন। কিন্তু তিনি করলেন ‘খিলোনে পে চর্চা’। প্রধানমন্ত্রী মোদীর মন কী বাত অনুষ্ঠানের অনতিবিলম্বেই ট্যুইট করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী পরীক্ষা নিয়ে আলোচনা করুন, এটাই চেয়েছিলেন নিট ও জয়েন্টের পরীক্ষার্থীরা। কিন্তু প্রধানমন্ত্রী খেলনা নিয়ে কথা বললেন।’ #Mann_Ki_Nahi_Students_Ki_Baat – এই হ্যাশট্যাগটাও লিখেছেন রাগা।

Related Articles

Back to top button
Close