fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

হাসপাতালের মধ্যেই করোনা রোগীর হাতে মদের বোতল, ভাইরাল ভিডিও

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ধানবাদের একটি হাসপাতালে করোনা পজিটিভ ব্যক্তির মদ্যপানের ছবি ভাইরাল হল। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে যে, করোনা পজিটিভ ওই ব্যক্তি হাসপাতালের বিছানায় বসে বোতল থেকে গ্লাসে মদ ঢালছে, তার সামনে অ্যালুমিনিয়ামের ফয়েলে খাবার পড়ে রয়েছে। আর তার ডান হাতে ঝুলছে হাতকড়া। এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।এই ভিডিও-র পরেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে আসে।ভাইরাল হওয়া সেই ভিডিও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে টুইট করেন জনৈক ব্যক্তি। আর এই ভিডিও দেখা মাত্রই সেটি রিট্যুইট করে ধানবাদের ডেপুটি কমিশনার উমাশঙ্কর সিংহকে তদন্ত করতে বলেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন- দলাই লামার উপর নজরদারি চালানোর দায়ে ধৃত দুই, বাড়ল ধর্মগুরুর নিরাপত্তা]

জানা গিয়েছে যে, ৩০ বছর বয়সী শান্তনুকে গত বৃহস্পতিবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।  তার করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় সেখান থেকে তাকে পুলিশ শুক্রবার ভর্তি করে ভারত কোকিং কোল লিমিটেডের (বিসিসিএল) সেন্ট্রাল হাসপাতালে। কঠোর নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কী করে শান্তনুর কাছে মদের বোতল পৌঁছে গেল। সেই নিয়ে উঠছে প্রশ্ন।

 

Related Articles

Back to top button
Close