fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

গাজোলে ৭ জন আদিবাসীকে গ্রেফতারের প্রতিবাদে ঝাড়খন্ড দিশম পার্টির জাতীয় সড়ক অবরোধ

মিল্টন পাল, মালদা: ৩৪নং জাতীয় সড়ক অবরোধ। ঝাড়খন্ড দিশম পার্টি মালদার গাজোল থানা ঘাখশোল এলাকায় অবরোধ কর্মসূচী ঘিরে। গত ২৩তারিখ আদিবাসী ৭জনকে গ্রেফতার করা হয়। জমি সংক্রান্ত বিবাদের কারণে পুলিশ গ্রেফতার করে। তাদের মুক্তির দাবি তুলে বুধবার ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে। দীর্ঘক্ষণ অবরোধ থাকার জন্য গাজোল থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে সংর্ঘস বাধে। ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শুন্যে গুলি চালায় পুলিশ। যদিও পুলিশের দাবী ৮টি টিয়ার গ্যাস ফাঁটানো হয়েছে।

সম্প্রতি পুরনো মামলায় বেশ কয়েকজন কর্মীদের পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এই অভিযোগ তুলে অবরোধ করে ঝাড় খন্ড দিসম পার্টির কর্মীরা। তাদের হাতে অস্ত্র ছিল। অবরোধ তুলতে গেলে পুলিশ আক্রান্ত হয়।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।

Related Articles

Back to top button
Close