জিতেনের চিঠি অস্বস্তি বাড়াল তৃণমূলের, আমাকে জানানো উচিত ছিল, দাবি ফিরহাদের

অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: আসানসোলের বিধায়ক তথা পুরনিগমের মুখ্য প্রশাসক জিতেন্দ্র তিওয়ারির চিঠি নিয়ে চরম অস্বস্তির মধ্যে তৃণমূল। সোমবার চিঠি প্রসঙ্গে মুখ খুললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জিতেন্দ্র তিওয়ারিকে ‘ভাই’ বলে উল্লেখ করে তাঁর দাবি, এসব নিয়ে চিঠিচাপাটি করার আগে কথা বলা উচিত ছিল আমার সঙ্গে। তিনি জানিয়েছেন, কেউ বিজেপিতে যেতে চাইলে যাবেন।
উল্লেখ্য সোমবার জিতেন্দ্র তিওয়ারির একটি বিস্ফোরক চিঠি প্রকাশ্যে আসে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে লেখা ওই চিঠিতে তিনি দাবি করেছেন, রাজনৈতিক কারণে আসানসোলকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করেছে রাজ্য সরকার। প্রতিশ্রুতি দিলেও সেই টাকার কোনও ক্ষতিপূরণ দেননি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাল্টা বয়ানে সংবাদমাধ্যমকে ফিরহাদ জানান, চিঠি লেখার আগে জিতেনের আমার সঙ্গে কথা বলা উচিত ছিল। জিতেন্দ্র তিওয়ারির যদিও দাবি, চিঠি তিনি ফাঁস করেননি।
এরপরই জিতেন্দ্র তিওয়ারিকে ফোন করেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় তাঁকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ক্যামাক স্ট্রিটে একটি অফিসে সেই বৈঠক। বৈঠকে হাজির থাকবেন প্রশান্ত কিশোরও।