fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

পর পর যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, জবাব ভারতেরও

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সীমান্তে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা। পাকিস্তানের দিক থেকে গোলাগুলি শুরু হলে পালটা জবাব দেয় ভারত। সোমবার ভোরে কৃষ্ণা ঘাঁটি ও নৌসেরা সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা।

এরপর সকাল হতেই ফের গুলি ছুঁড়তে থাকে পাকিস্তান। এই হামলায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। তবে চলতি বছরে সবচেয়ে বেশিবার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।

দাবি করা হচ্ছে, জঙ্গিদের প্রবেশ করার ক্ষেত্রে সুবিধা করে দিতেই গুলি ছুঁড়ে ভারতীয় সেনাকে ব্যস্ত রাখার পুরনো পদ্ধতি নিয়েছে পাকিস্তান।

জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং দাবি করেছেন যে, লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জেরে কাশ্মীরের উপর চাপ বাড়ানো হবে, হিংসা ছড়াতে আরও জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে পাকিস্তান।

তাঁর বক্তব্য, করোনা পরিস্থিতির সময় থেকেই টানা অনুপ্রবেশ চালিয়েছে পাকিস্তান, আমাদের অতিরিক্ত সতর্কতা নিয়ে এই প্রচেষ্টা ব্যর্থ করতে হবে।

Related Articles

Back to top button
Close