fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

করোনা আবহে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। সংঘর্ষবিরতি ভেঙে লাগাতার গুলিবৃষ্টি করল পাক সেনারা। বুধবার সকালে কাশ্মীরের পুঞ্চ সেক্টরে বিনা প্ররোচনায় গুলি ছুঁড়তে শুরু করে পাক সেনা। পাকিস্তান সেনাবাহিনীকে যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও।

এমনিতেই করোনা আতঙ্কে কাঁপছে গোটা দুনিয়া। কিন্তু এরমধ্যেই একের পর এক সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান।

বুধবার সকালে পুঞ্চের দেগওয়ার ও কিরনি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গুলি ছুঁড়তে শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। সরিয়ে নিয়ে যাওয়া হয় সীমান্ত এলাকার বাসিন্দাদের।

এর আগে মঙ্গলবার রাতেও জম্মু কাশ্মীরের বালাকোট সেক্টরে বিনা প্ররোচনায় গুলি ছোঁড়ে পাকিস্তান। তারও আগে রবিবার সকালে পুঞ্চেই বিনা উসকানিতে হামলা চালায় পাক সেনা। সেবারও পাকিস্তানকে পালটা জবাব দেয় ভারতীয় বাহিনী।

এর কয়েক সপ্তাহ আগে দেশজুড়ে করোনা লকডাউনের মধ্যে সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল ৪ জঙ্গি। জম্মু কাশ্মীরের কুলগামের গুড্ডার এলাকায় সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের এই এনকাউন্টার হয়। এই এনকাউন্টারে খতম হয় এই ৪ জঙ্গি।

Related Articles

Back to top button
Close