fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

উৎসব বন্ধ করে মুরাদপুরে কর্মহীন প্রৌঢ়-প্রৌঢ়াদের ত্রাণ বিলি

ভাস্করব্রত পতি, তমলুক : লকডাউনের কারণে এ বছর পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের মুরাদপুর গ্রামের ‘লক্ষ্মী-নারায়ণ সংঘ’ সর্বজনীন লক্ষ্মী-নারায়ণ উৎসব বন্ধ রেখে অন্য দৃষ্টান্ত দেখালো। তাঁরা গ্রামেরই ১৫০ জন উপার্জনে অক্ষম প্রৌঢ়-প্রৌঢ়াদের হাতে কিছু অত্যাবশকীয় খাদ্য সামগ্রী দি। তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সংস্থার স্বেচ্ছাসেবীরা এইগুলি পৌঁছে দেন এদিন।

সংস্থার সম্পাদক শ্রীগোপাল জানা বলেন “আমাদের ৪৮তম উৎসব ঘিরে অনেক প্রত্যাশা ও প্রস্তুতি ছিল। কিন্তু এই পরিস্থিতিতে সেই অনুষ্ঠান বন্ধ রেখে সেই অর্থে ও আরো কিছু সাহায্য জোগাড় করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা ধন্য। সংস্থার সদস্যদের এ বিষয়ে আন্তরিক নিষ্ঠা ও পরিশ্রম অভাবনীয়। এই প্রচেষ্টা আগামীদিনেও অব্যাহত থাকবে।”

সংস্থার কর্মকর্তা ও সদস্য-সদস্যারা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব প্রদীপকুমার জানা, হিমাদ্রিনন্দন ভূঞ্যা, অরুণাংশু প্রধান প্রমুখ। স্বভাবতই এরকম মানবিক দৃষ্টিকোণ থেকে সংগঠনের উদ্যোগ এলাকায় যথেষ্ট প্রভাব ফেলেছে।

Related Articles

Back to top button
Close