৭০-৮০ টা আসন সঙ্গে চাকরি, ভোটের আগে তৃণমূলের কাছে দাবি মুসলিম সংগঠনের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আসন্ন নির্বাচনে সংখ্যালঘু ভোট কার দখলে যাবে সেই নিয়ে চলছে টানাপোড়েন। ইতিমধ্যেই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ বলে গলা ফাটাচ্ছে আব্বাস সিদ্দিকি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ত্বহা সিদ্দিকির বৈঠক আরও জল্পনা বাড়িয়ে দিয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে ৭০ থেকে ৮০ জন মুসলিম প্রার্থী করার আবেদন জানিয়েছেন ত্বহা সিদ্দিকি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এক স্মারকলিপিতে মুসলিমদের চাকরিতে সংরক্ষণ দেওয়া ও ফুরফুরা শরিফে পীর আবুবক্কর সিদ্দিকির নামে বিশ্ববিদ্যালয় গড়ার দাবি জানানো হয়েছে বলে খবর।
সূত্রের খবর, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে ত্বহা সিদ্দিকি। সেখানেই এই দাবি জানান তিনি। কিছুদিন আগে ফুরফুরা শরিফে পীরজাদা ত্বহা সিদ্দিকির সাথে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তারও আগে পদ্ম শিবিরের পক্ষ থেকে যোগাযোগ করা হয় আব্বাস সিদ্দিকিদের সঙ্গে। বলা চলে, ভোটের দামামা বাজতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সঙ্গে মুসলিম ধর্মীয় সংগঠন গুলিও শুরু করে দিয়েছে লাভ ক্ষতির হিসাব।