সস্ত্রীক সাংবাদিককে পিটিয়ে খুন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এক সাংবাদিক ও তাঁর স্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের শোনভদ্র জেলা। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ৬জনকে গ্রেফতার করেছে। কিন্তু, মূল অভিযুক্ত গ্রামের মোড়ল এখনও অধরা। তাঁর খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন- অসমে ফের সাংবাদিক নিগ্রহ, বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর
স্থানীয় একটি হিন্দি সংবাদপত্রে কাজ করতেন উদয় পাসওয়ান নামে ওই সাংবাদিক। তাঁর সঙ্গে অভিযুক্তদের পুরনো শত্রুতা ছিল। গ্রামে থাকাকালীন প্রায়শই উদয়কে প্রাণনাশের হুমকি দিত তারা। এর জন্য পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েও কোনও লাভ হয়নি। সোমবার থানা থেকে ফেরার পথেউদয় ও তাঁর স্ত্রীকে ঘিরে ধরে মোড়ল কেবল পাসওয়ানের গুণ্ডারা। রড, লাঠি দিয়ে শুরু হয় বেধড়ক মারধর। মারের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় উদয়ের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মঙ্গলবার তাঁর স্ত্রী শীতলার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।