fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

খবর সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনায় আহত সাংবাদিক

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: খবর সংগ্রহ করতে গিয়ে বাইক দুর্ঘটনায় আহত হলেন কলকাতার একটি বৈদ্যুতিন চ্যানেলের মহিলা সাংবাদিক। আহত সাংবাদিকের নাম বিজয়া নাগ। এদিন কাজে বেরিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি। মাথায় চোট লেগেছে। চিকিৎসকের পরামর্শে বাড়িতেই রয়েছেন তিনি।

লকডাউনে মানুষ ঘরবন্দি। তখন কয়েকটি পেশার সঙ্গে যুক্ত মানুষেরা নিজের প্রাণের তোয়াক্কা না করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সেই রকমই একজন বিজয়া। যিনি নিজের পরিবার পরিজন ছেড়ে সকাল সন্ধ্যা নিউজ সংগ্রহ করার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এইরকমই অনেক বিজয়ারা ঘুরে বেড়াচ্ছেন আমাদের চারপাশে যার খবর আমরা কেউ রাখি না বা রাখার প্রয়োজন মনে করি না।

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশ -এর মতোই সাংবাদিকরাও করোনা যোদ্ধা। নিজের পেশার মাধ্যমে সেই দায়বদ্ধতার কথাই বার বার প্রমাণ করেন বিজয়ার মতো সাংবাদিকরা।

Related Articles

Back to top button
Close