fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মহুয়ার মৈত্রের “দুই পয়সার সাংবাদিক” কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সাংবাদিকদের মিছিল

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের “দুই পয়সার সাংবাদিক ”  মন্তব্যের প্রতিবাদে হলদিরাম থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন উত্তর চব্বিশ পরগনার সাংবাদিকরা। বৈদ্যুতিন মাধ্যম, খবরের কাগজ ও ডিজিটাল মাধ্যমের সাংবাদিকরা এদিনের প্রতিবাদ কর্মসূচিতে পা মেলান। এদিনের প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে উত্তর চব্বিশ পরগনার সাংবাদিকরা মহুয়া মৈত্রকে বয়কটের ডাক দেন এবং তার দুই পয়সার সাংবাদিক মন্তব্যের তীব্র নিন্দা করেন। মিছিল শেষে বিমানবন্দরের এক নং গেটে মহুয়া মৈত্রের বক্তব্যের নিন্দা জানান সাংবাদিকরা।

 

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কৃষ্ণনগরের তৃণমূলের সাংগঠনিক সভায় চরম বিশৃঙ্খলা হয়। গোষ্ঠী কোন্দলে শেষপর্যন্ত সভা পন্ড হওয়ার উপক্রম হওয়ায় ধৈর্যচ্যুতি ঘটে তৃনমূলের নদীয়া জেলার সভানেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্রের। উত্তেজিত হয়ে বলেই ফেললেন, ‘দু-পয়সার প্রেসকে কেন ডাকা হয়,দলের সাংগঠনিক মিটিংএ’।  গোটা ঘটনায় বিস্মিত সাংবাদিক মহল।

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close