সাংবাদিক উপর হামলার প্রতিবাদে মাথাভাঙ্গা থানায় অবস্থান বিক্ষোভ সাংবাদিকদের
নিজস্বপ্রতিনিধি,ঘোকসাডাঙ্গা: মাথাভাঙ্গার এক সাংবাদিক উপর হামলার প্রতিবাদ জানাতে আজ সোমবার মাথাভাঙ্গা থানার সামনে অবস্থান বিক্ষোভ করল মাথাভাঙ্গা প্রেস ক্লাবের সাংবাদিকরা। আগামিকাল রবিবার সন্ধ্যার সমায় স্থানীয় নয়ারহাট বাজার থেকে বাড়ি আসার পথে ওই সাংবাদিকের উপর লোহার রড দিয়ে প্রাণঘাতী হামলা চালায় দুই দুষ্কৃতি। ঘটনা স্থলেই জখম হয় সাংবাদিক সঞ্জয় কুমার বর্মন। রাতের অন্ধকারে সুযোগে হামলা করার পর পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতি।
আরও পড়ুন: করোনা যুদ্ধে ফের আক্রান্ত পুলিশ আইনের শাসনের দাবি দিলীপ ঘোষের
আগামী কালের ঘটনা পরিপেক্ষিতে মাথাভাঙ্গা থানায় এফ আই আর দায়ের করেন সাংবাদিক সঞ্জয় কুমার বর্মন। উল্লেখ্য এর আগেও দুইবার ওই সাংবাদিকের উপরা হামলা হয় । বারবার সাংবাদিকের উপর এই হামলার প্রতিবাদ করে সেই সাথে দুষ্কৃতীদের তাড়াতাড়ি গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে আজ সোমবার মাথাভাঙ্গা থানায় অবস্থান বিক্ষোভ করে বলে জানায় অবস্থান করি সাংবাদিকরা। পরে মাথাভাঙ্গা থানার আই সি এই হস্তক্ষেপত বিক্ষোভ উঠে যায়।ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেন মাথাভাঙ্গা থানার আই সি সাহেব।এই ঘটনার তীব্র নিন্দা করেন মাথাভাঙ্গা প্রেস ক্লাব সহ ক্লাবের সভাপতি সন্দীপ বর্মন।