নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত হলেন অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের একনিষ্ঠ সদস্য ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডুর দৌহিত্র অভিজিৎ চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়।
শোক জ্ঞাপন করে তিনি বলেন, ‘অভিজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক আন্দোলনে অনেক ক্ষতি হল।’ গতকাল কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। দীর্ঘকাল যাবৎ বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি নিযুক্ত ছিলেন। ভারত-বাংলাদেশ সংস্কৃতি মৈত্রী সংগঠনের অন্যতম কার্যকর্তা ছিলেন অভিজিত বাবু। বর্তমানে অভিজিত বাবুর পরিবারে স্ত্রী ও কন্যা আছেন।