
শরণানন্দ দাস, কলকাতা: ফুটবলের ঈশ্বর দিয়েগো আর্মান্দো মারাদোনা নেই। অসীম শূন্যতা বিশ্ব ফুটবলে। আর বুধবার গভীর রাতে পৃথিবীর অন্য গোলার্ধে শহর কলকাতার এক ফ্ল্যাটে তখন একরাশ স্মৃতি গ্রাস করছে এক প্রবীন চিত্রগ্রাহককে। তিনি শেখর তরফদার। ১৯৮২ বিশ্বকাপে তাঁরই অগ্রজ প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র সাংবাদিক প্রয়াত অমিয় তরফদার মারাদোনাকে উপহার দিয়েছিলেন ‘নামাবলী’। নামাবলী গায়ে মারাদোনার সেই ছবি তখন ‘ হটকেক’ ছিল শহরতো বটেই দেশের বিদেশের বিভিন্ন স্পোর্টস ম্যাগাজিনে। আর সেই নামাবলী কিনেছিলেন শেখর, জয়দেবের মেলার থেকে।
কলকাতা দূরদর্শনের জন্মলগ্ন থেকে ক্যামেরাম্যানের দায়িত্ব সামলেছেন শেখর।
বহু খবর সংগ্রহে ঘুরে বেড়িয়েছেন রাজ্যের নানা প্রান্তে। তেমনই একবার গিয়েছিলেন জয়দেবের মেলায়। সেই অভিজ্ঞতার কথা শোনালেন নিজের মুখেই। তিনি বলেন, ‘ সেবার আমি, উপেনদা( তরফদার), প্রণবেশদার(সেন) সঙ্গে জয়দেবের মেলায় গিয়েছিলাম। সেখানেই দুটো নামাবলী কিনেছিলাম। মেজদা ( অমিয় তরফদার) বিশ্বকাপ কভার করতে যাওয়ার আগে নামাবলীটা নিয়ে গেল। তারপর তো বড়দার তোলা নামাবলী গায়ে মারাদোনার ছবি ইতিহাস। পরের বিশ্বকাপেও মারাদোনা কে রুদ্রাক্ষের মালা উপহার দিয়েছিল মেজদা। আজ সেই স্মৃতিগুলো বড্ড বেশি মনে পড়ছে। এবার হয়তো স্বর্গে বড়দার সঙ্গে মারাদোনার দেখা হবে।’ কলকাতায় দু’ বার এসেছেন মারাদোনা। মোহনবাগান মাঠ, ময়দানের ঘাসে ভোরের শিশিরের সঙ্গে দু ফোঁটা চোখের জলও কী পড়লো?