
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, পুলিশের পর করোনায় আক্রান্ত হলেন শহরের এক বিচারক। তিনি আলিপুর জেলা আদালতে নিযুক্ত রয়েছেন। সম্প্রতি তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি মিলেছে। তার জেরে ইতিমধ্যেই তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরীক্ষার রিপোর্ট হাত আসে তাঁর। তারপরেই তড়িঘড়ি করে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তাঁর বাড়ির লোকেরা।
আরও পড়ুন: করোনার হানা এবার ইডি দফতরে , আক্রান্ত ৬, বন্ধ ইডির সদর দফতর
এদিকে বিচারকের করোনা আক্রান্তের খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুর আদালত চত্বরে। কেননা গত ২৮ মে পর্যন্ত আদালতে নিজের কাজ করে গিয়েছেন ওই বিচারক। ওই সময় বিভিন্ন সহকর্মী সহ আদালত কর্মীদের সংস্পর্শে এসেছেন তিনি। তাই তাঁর থেকে অন্য কেউও আক্রান্ত হতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই যথাযথ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে আলিপুর আদালত চত্বরে। সেখানে খুব দ্রুত স্যানিটাইজড করার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। সংক্রমণ যাতে কোনওভাবে না ছড়াতে পারে তার জন্য প্রধান বিচারপতির ঘর সহ প্রত্যেকটি জায়গা স্যানিটাইজড করা হবে।