fbpx
আন্তর্জাতিকহেডলাইন

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের নির্মম খুনের প্রতিবাদে এবার সামিল হলেন জাস্টিন ট্রুডো

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের নির্মম খুনের প্রতিবাদে এবার সামিল হলেন বিশ্বের কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার কানাডায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে সামিলই হলেন না, হাঁটু গেড়ে বসে প্রতিবাদও জানালেন। কানাডার প্রধানমন্ত্রীর এমন সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন দেশবাসী।

গত ১০ দিন ধরেই জর্জ ফ্লয়েডের নৃশংস মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল মার্কিন মুলুক। উগ্র কৃষ্ণাঙ্গ বিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ আন্দোলন দমাতে চেষ্টার কসুর রাখছেন না। হিংস্র কুকুর ও সেনা লেলিয়ে দিয়েছেন। কিন্তু তাতে উল্টো ফলই হচ্ছে। বিক্ষোভ আরও ছড়াচ্ছে। শুধু মার্কিন মুলুক নয়, কানাডা ফ্রান্স সহ বিভিন্ন দেশে শুরু হয়েছে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ। শুক্রবার কানাডায় ‘ট্রাম্পের বিরুদ্ধে সাহস করে দাঁড়াও’ ডাক দিয়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল। হাজার-হাজার মানুষ সামিল হয়েছিলেন সেই মিছিলে।

আরও পড়ুন: করোনা আবহে এবার চিন-অস্ট্রেলিয়া বিবাদ তুঙ্গে

অটোয়ায় পার্লামেন্ট হিলের সামনে সবাইকে চমকে দিয়ে ‘নো জাস্টিস, নো পিস’ মিছিলে আচমকাই হাজির হন দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মুখে কালো মাস্ক পরে বর্ণবাদবিরোধী শ্লোগানের মধ্যে হঠাৎ করেই হাঁটু গেড়ে বসে পড়েন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আমেরিকান রাষ্ট্রপ্রধানের এমন সিদ্ধান্ত নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ট্রুডো ২০ সেকেন্ড সময় নিয়ে বলেছিলেন, ‘এমন কর্মকাণ্ডকে ভয়াবহ ও আতঙ্কিত হওয়ার মতো দেখছেন কানাডাবাসী।এদিনের প্রতিবাদ মিছিলে অবশ্য কোনও কথা বলেননি কানাডার প্রধানমন্ত্রী।

 

Related Articles

Back to top button
Close