fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বাদুড়িয়ায় জুট মিলে আগুন লেগে কয়েক লক্ষ টাকার ক্ষতি

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বাদুড়িয়ায় এক জুটমিলে আগুন লেগে যায় আজ ভরদুপুরে। তাতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। স্থানীয় বাসিন্দারা প্রথমে নেভানোর চেষ্টা করেন, পরে দমকলের ইঞ্জিন আসে। লকডাউনে এই ঘটনায় শ্রমিক এবং জুটমিল মালিকের মাথায় হাত। কি কারণে আগুন লাগল, তার তদন্ত করছে বাদুড়িয়া থানা এবং দমকল বিভাগ।

আরও পড়ুন: আমফান দুর্গতদের ক্ষতিপূরণের দাবিতে সিপিএমের স্মারকলিপি

আজ দুপুর বেলা স্থানীয় বাসিন্দাদের চোখে পরে যে জুটমিলের মধ্য দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। তড়িঘড়ি পাশের পুকুর থেকে বালতি করে জল তুলে নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি আগুন আয়ত্তে আনতে পারেননি।তারপর দমকলে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন এসে তিন ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তারমধ্যে জুট মিলের মজুদ করা শুকনো পাট পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বিভাগের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুন লাগার কারণ নিয়ে তদন্তে নেমেছে দমকল বিভাগ।

Related Articles

Back to top button
Close