“হাবড়া মানুষের জল যন্ত্রণার জন্য বিগত পৌরসভার বোর্ডই দায়ী”, জ্যোতিপ্রিয় মল্লিক

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: আমার পিরিয়ডে আমি এলাকায় কোন অনৈতিক ও অবৈধ কাজও করিনি। আর কাউকেই করতে দেবনা। আমার পিরিয়ডে উন্নয়ন হয়েছে। আজ রুপসী হাবড়া হয়েছে।” শুক্রবার হাবরার জলমগ্ন এলাকা ফের পরিদর্শনে এসে একথাই বললেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জল সরানোর জন্য মোট ১৫ টি পাম্প লাগানো হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। জল সরে গেলে কে.এম.ডি এর প্রতিনিধিদল এলাকা পরিদর্শনে আসবে এবং ভবিষ্যতে এধরনের আর জলমগ্ন না হয় তার জন্য মাটির নিচ থেকে পাইপ লাইনের কাজ শুরু হবে খুব শীঘ্রই।
আরও পড়ুন- লক্ষ্মী পুজোর বাজারে আকাশ ছোঁয়া দাম হাত পুড়ছে গৃহস্থের
২২ কোটি টাকা খরচ করে শুরু হবে প্রকল্প, এই কাজ সম্পন্ন হলে উপকৃত হবে গোটা জলমগ্ন এলাকার বাসিন্দারা তাদের আর কোন দিনও এই যন্ত্রণা পেতে হবে না। তিনি আরো বলেন বিজেপি সরকার হাবড়ায় ক্ষমতা থাকাকালীন চুরি ডাকাতি রাহাজানি সবকিছু হত। এখন আর সেগুলি হয়না আমি কোন অন্যায় কাজকে সমর্থন করি না আগামী দিন ও করব না।